বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে হাইজিন কিট ও আর্থিক সহায়তা প্রদান করেছে জাগোনারী। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে সেভ দ্যা চিল্ড্রেনের সহযোগিতায় ঘূর্নিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত বরগুনা ও পাথরঘাটা উপজেলার ৬ টি ইউনিয়নে ১ হাজার পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, ১ হাজার পরিবারের মধ্যে ৭০০ পরিবারকে ৬ হাজার টাকা ও পরিস্কার পরিচ্ছন্নতা উপকরন এবং ৩০০ পরিবারকে দুই কিস্তিতে ১০ হাজার টাকা প্রদান করা হয়। একই সাথে এই দুই উপজেলার ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ১২ টি স্কুল ও মাদ্রাসা সংস্কার করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য কাজ করে যাচ্ছে জাগোনারী।
এসব সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকতা শামীম মিঞা, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, কেওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান নসা, জাগোনারীর প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদারসহ সেভ দ্যা চিল্ড্রেনের প্রতিনিধিরা।