ধামরাই উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাহবুবুল ইসলাম

জাতীয় শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতায় উপজেলা (ধামরাই) পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্থান দখল করেন চরসুঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল ইসলাম। তিনি প্রধান শিক্ষক হিসেবে প্রায় ১১ বছর সফলতার সহিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে এবারই প্রথমবার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেন। এছাড়া তিনি গত এপ্রিলে এ ইনোভেইশন আইডিয়া শোকেসিং -২০২৪ প্রতিযোগিতায় উপজেলার মধ্যে ২য় স্থান লাভ করেন।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমাদের হেড স্যার আন্তরিকতার সাথে শিখন শিখানো কার্যক্রমে সমৃক্ত হন এবং সকল শিক্ষকদের কে কোমল ভাবে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। তিনি মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে শ্রেণি কক্ষে ডিজিটাল কন্টেন্ট এর ব্যবহার, ডকুমেন্টরী প্রদর্শন, শ্রেণি কার্যক্রম চলাকালীন সময়ের বাইরে দূর্বল শিক্ষার্থীদের পাঠ দান, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার, দীর্ঘ ছুটির মধ্যে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা বা ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে পাঠ দান, খেলাধুলার পরিবেশ তৈরি, বিদ্যালয়ে শিখন বান্ধব পরিবেশ তৈরি, মা/অভিভাবক সমাবেশের আয়োজন ইত্যাদি বাস্তবায়ন করে আসছেন।

উল্লেখ্য যে, তার সময়ে প্রায় প্রতি বছরই শিক্ষার্থীগণ বৃত্তি পেয়ে আসছিল এবং প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (মেয়ে) পর পর ৩ বার (২০১৪,২০১৫,২০১৬) ঢাকা বিভাগীয় আঞ্চলিক ফাইনালের রানার আপ ট্রফি অর্জন করেন। বাংলাদেশের বর্তমান প্রমিলা দলের ডিফেন্ডার নাসরিন আক্তার এর ফুটবল খেলার হাতে খড়ি এই প্রধান শিক্ষক কর্তৃক অনুশীলনের মাধ্যমেই হয়েছে । এই বিষয়ে প্রধান শিক্ষক মাহবুবুল ইসলাম কে জিজ্ঞাসা করলে তিনি বলেন “আমি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এর খেতাব পেয়ে অত্যন্ত খুশি হয়েছি, তবে এই সফলতায় আমার সহকর্মীবৃন্দ অত্যন্ত দক্ষতা , নিষ্ঠার সাথে সর্বাত্মক ভাবে আমাকে সহযোগিতা করেছেন ।

Recommended For You