বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নারী প্রশিক্ষণ ইন্সটিটিউটের প্রারম্ভিক উদ্যোগের অংশ হিসেবে বরগুনায় একটি রাজনৈতিক দক্ষতা উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুন) বিকেলে সদর রোডের পশ্চিম বরগুনায় সাবেক সংসদ সদস্যের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ডানা এল. ওল্ডস। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ), বরগুনা জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে এবং সাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, আমাদের সকলের নারীর ক্ষমতায়নের জন্য কাজ করতে হবে৷ নারীর অধিকার নিশ্চিত করতে হবে৷ প্রশিক্ষণ কেন্দ্রের এই উদ্যোগে জেলা আওয়ামী লীগের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ডানা এল. ওল্ডস বলেন, আপনাদের এই উদ্যোগে আমি অভিভূত। প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা তো মাত্র শুরু। এর ভবিষ্যৎ অগ্রগতি দেখতে আশাবাদী হয়ে আমি অপেক্ষা করব। এ প্রসঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরগুনা জেলা শাখার মাস্টার ট্রেইনার এবং প্রস্তাবিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নারী প্রশিক্ষণ ইন্সটিটিউট বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুনাম দেবনাথ বলেন, ইতোমধ্যে প্রশিক্ষণ ইন্সটিটিউটটির নিবন্ধনের জন্য সমাজসেবা অধিদপ্তরে আবেদন করা হয়েছে। পরবর্তীতে বঙ্গবন্ধু ট্রাস্টে প্রস্তাবিত নামের ছাড়পত্রের জন্যও আবেদন করা হবে৷ এই উদ্যোগটি সফল হলে পরবর্তীতে আমরা এটা উপজেলা পর্যায়েও ছড়িয়ে দিতে চাই। তিনি আরও বলেন, বরগুনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ, রাজনৈতিক ক্ষমতায়ন ও নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে নারী রাজনৈতিক নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই রাজনৈতিক দক্ষতা উন্নয়ন কেন্দ্রটি। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই নারী নেতাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ দেন মাস্টার ট্রেনার সুনাম দেবনাথ এবং ট্রেনার মো. জাহিদুল ইসলাম রিমন।
উল্লেখ্য, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ), বরগুনা জেলা শাখার নারীর ক্ষমতায়ন উপ-কমিটির এক আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ, বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্মতি ও সহায়তায় রাজনৈতিক দক্ষতা উন্নয়ন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে।