জাঁকজমকপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কেন্দ্র থেকে শুরু করে সারা দেশে তৃণমূল পর্যায় পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রামে ভূমিকা তুলে ধরা হবে। এ লক্ষ্যে আলোচনা সভা, সেমিনার, চিত্র প্রদর্শনী, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সব অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য উঠে আসবে পাশাপাশি বাংলাদেশের জন্ম ইতিহাস এবং বর্তমানে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া ও উন্নত সমৃদ্ধ দেশের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সফলতা, অর্জনগুলোও উঠে আসবে। আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশর জন্ম, ঘাত প্রতিঘাত পেরিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া ও সেইসঙ্গে আওয়ামী লীগের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ও উন্নয়নের পথে রূপান্তর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে বলে নেতারা জানান।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনাতেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও নেয়া হয়েছে প্রস্তুতি। আলোচনা সভা, কেক কাটা, র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান অনুষ্ঠান উদযাপন কমিটি।
তবে বরগুনাতে জেলা স্বেচ্ছাসেবক লীগ ছাড়া আর কোন সহযোগী সংগঠন সক্রিয় না থাকায় অনুষ্ঠান সফল করতে প্রধান দায়িত্বে নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবক লীগ। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হোসাইন মুরাদ দৈনিক মানবকালকে জানান, ‘জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগ সব সময় সক্রিয় রয়েছে। এরিমধ্যে আমাদের সংগঠনের কার্যক্রম জেলাজুড়ে ব্যাপক প্রংশসিত হয়েছে। আমরা মানুষের পাশে থেকেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগ সবচ সময় তৎপর রয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা ব্যপক কার্যক্রম গ্রহণ করেছি।’
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এড. সাইমুল ইসলাম রাব্বি দৈনিক মানবকালকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অর্জনগুলো মানুষের কাছে জানানতে জেলা স্বেচ্ছা সেবকলীগের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র-চক্রান্তের জাল ছিন্ন করে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। ইনশাআল্লাহ আমরা এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বরগুনা জেলা স্বেচ্ছাসেব লীগ কাজ করে যাবে। তাই আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিট সম্মিলিতভাবে সর্বোচ্চ লোক জমায়েত করে চক্রান্তকারীদের দেখিয়ে দেব, আওয়ামী লীগ এখনো মাঠেই আছে।’ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মিরন আহমেদ দৈনিক মানবকালকে জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এরিমধ্যে জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
আগামী ২৩ জুন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। প্রতি বছরই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠার এই দিনটি উদ্যাপন করে আওয়ামী লীগ। তবে এ বছর প্লাটিনাম জুবিলি উপলক্ষে ব্যাপক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে দলটি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে যেসব দেশ থেকেছে ওই সব দেশের রাজনেতিক দলকে আমন্ত্রণ জানানোর চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে যেসব দেশ কাজ করছে সেসব দেশের রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়গুলো এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। দলের পরবর্তী সভায় আলোচনার পর বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এর পর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও ওই নেতারা জানান। কেন্দ্রীয় কর্মসূচির মূল অনুষ্ঠান হবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। এ অনুষ্ঠানে দেশি, বিদেশি আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “সবুজ ধরিত্রী” নামে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।
সম্প্রতি আওয়ামী লীগের এক সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে তিন দিনব্যাপী হীরক জয়ন্তী উদযাপন করা হবে। কেন্দ্রীয়ভাবে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা হবে এদিন বিকেলে। মসজিদ মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এটা আমাদের জন্য একটা বিরাট আন্দের বিষয়। জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রামের ভূমিকা তুলে ধরা হবে।