খুলনার আদালতের গারদে দাঁড়িয়ে বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যাকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে অনিয়ম ও দূর্নীতির দায়ে প্রতিষ্ঠানটি থেকে চাকরিচ্যুত সাবেক প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরার বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে হাজিরা দিতে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা সদর থানায় লস্কর ধীরার বিরুদ্ধে সাধারণ ডায়েরি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) ডা. লকিয়ত উল্যার পক্ষে জিডির আবেদন করেন বায়োফার্মার কর্মকর্তা মো. মাহামুদুল হাসান। জিডির নম্বর-২৩০৭। ইতোমধ্যে জিডির আবেদন আমলে নিয়ে এসআই (নিরস্ত্র) সুকান্ত দাশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন খাঁন।
জিডিতে অভিযোগ করা হয়, খুলনার সোনাডাঙ্গা থানায় করা একটি মামলায় গত ২৫ এপ্রিল বায়োফার্মা লিমিটেডের হেড অব এইচ আরডি ড. গোলাম মাওলা শিমুলকে ঢাকা থেকে গ্রেফতার করে খুলনায় জেল হাজতে পাঠায় পুলিশ। ৩০ এপ্রিল তাকে প্রয়োজনীয় কাপড় পৌঁছে দেয়া এবং মামলার তদারকি করতে ঢাকা থেকে খুলনায় আসেন বায়োফার্মা লিমিটেডের ইনফরমেশন টেকনোলজি বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস.এম আরাফাত আনাম পলাশ ও মো. মাহামুদুল হাসান। তারা খুলনার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের গারদ এলাকায় গেলে, সেখানে ওই মামলার অভিযোগকারী বায়োফার্মা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিপিএল হাউজিং থেকে চাকরিচ্যুত সাবেক প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরা তাদের প্রাণ নাশের হুমকি দেয়। পুলিশের সামনেই হুমকি দিয়ে বলেন ‘ তোদের এখানে আর দেখলে জানে মেরে ফেলবো। খুলনায় আর কোনো দিন আসবি না। আর যদি দেখি পিটিয়ে হাড্ডি মাংস এক সাথে করে ফেলবো। সুস্থ্যভাবে ঢাকায় ফেরত যেতে দের না। তোদের লোকজনকে এখানে দেখতে চাই না। তোদের কোম্পানীর এমডি ডা. লকিয়ত উল্যা এই মামলার ১ নম্বর আসামি। সে যেদিনই জামিনের জনা খুলনা আসবে শুধু একটি বুলেট খরচ করে তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। তাকে আর বাঁচতে দেয়া যাবে না।’
ডা. লকিয়ত উল্যা খুলনার আদালতে এলে যে কোনো অঘটন ঘটতে পারে আশঙ্কায় পুলিশের সহযোগিতাও কামনা করা হয় জিডির আবেদনে।
উল্লেখ্য, কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় গত ২১ মে বিপিএল হাউজিংয়ের চাকরিচ্যুত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরা বর্তমানে কারাগারে আছেন। এর আগে ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত সোয়া ৯ টার দিকে খুলনার প্রেসক্লাবের সামনে রিমোট কন্ট্রোল বোমার মাধ্যমে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক শেখ বেলাল উদ্দিনকে হত্যা করা হয়। শাহাবুদ্দিন লস্কর ধীরা এই মামলার চার্জশিটভুক্ত আসামি।