চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

১০ বছরের রেকর্ড অতিক্রম করেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। সোমবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৪ সালের ২১ মে এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অতি তীব্র এ তাপমাত্রার ফলে জনজীবনে ভোগান্তি বেড়েছে। জেলার উপর দিয়ে বেশ কিছুদিন ধরে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহের কারণে সব শ্রেণি-পেশার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। সকাল থেকেই ছিল ঝাঝালো রোদ। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ সকাল ১০টার পর থেকে ঘরের বাইরে আসেনি। নিম্ন আয়ের মানুষদের তীব্র তাপে দুর্ভোগে পড়তে হয়েছে। রিকশা-ভ্যান চালকরা পর্যাপ্ত যাত্রী পাননি।

ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, রোদে বেশি সময় ভ্যান চালানো যাচ্ছে না। আবার যাত্রীও কম। পেটের তাগিদে রাস্তায় নামতে হচ্ছে। কৃষি শ্রমিক আব্দুল মজিদ বলেন, এখন বোরো ধান কাটার সময়। তাপের চোটে ধান কাটা যাচ্ছে না। মনে হচ্ছে মাথার মগজ ঘাম হয়ে বেড়িয়ে আসছে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আপাতত দু-একদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

Recommended For You