আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তার এই জয় লাভে শুভেচ্ছা জানিয়েছেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হোসাইন মুরাদ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড. সাইমুল ইসলাম রাব্বি৷ দৈনিক মানবকালকে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তারা জানান, জাহিদুল ইসলাম মিঠু মৃধার এই জয় বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের জয়।
আজ ২৮ এপ্রিল আমতলী সদর উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে তেইশ হাজার ভোটের মধ্যে সতের হাজার নয় আটাশি জন ভোট প্রদান করেন। ভোটের উপস্থিতি হার ছিল শতকরা ৭৭।
ভোটে জাহিদুল ইসলাম মিঠু মৃধা পেয়েছেন ছয় হাজার আটশত বারো ভোট। তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা পেয়েছেন পাঁচ হাজার ছয় শত আটান্ন ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল বাশার নয়ন মৃধা পেয়েছেন পাঁচ হাজার দুই শত তেষট্টি ভোট।
রিটানিং কর্মকর্তা ও আমতলী নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশে আমতলী সদর ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়া প্রার্থী ও ভোটারদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।