ঢাকা মিরপুর আহমেদ নগরে সিনিয়র সাংবাদিক মিরন আহমেদের বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে৷ ২৪ তারিখ রাতের কোন এক সময় এ চুরি হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং মামলার প্রস্তুতিও চলছে৷
এ বিষয় সাংবাদিক মিরন আহমেদ জানান, মিরসরাই পৌরসভার টুটুল খান নামের এক ব্যক্তির কাছে ফ্লাটের একটি রুম সাবলেট হিসেবে ভাড়া দেয়া হয়। পরে টুটুল ২ মাস ধরে বাসা ভাড়া বকেয়া রেখে দিবো দিবো করে ভাড়া টাকা দেয়নি। পরবর্তীতে আমি ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে গেলে ২৫ তারিখ দিবাগত ভোর রাতে ফ্লাটে এসে দেখি তালা ভাঙ্গা। রুমের সব জামাকাপড় এলোমেলো। আর রুমে থাকা ল্যাপটব এবং ক্যামেরা নাই। এর আগে ফ্লাটে তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখেছে পাশের ফ্লাটের রাজু নামের একজন৷ আমি পরে টুটুলকে ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি৷
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অভিযুক্ত টুটুল খানকে আটকের বিষয়ে অভিযান চলছে। তাকে আটক করলে বিস্তারিত জানা যাবে৷