বরগুনার আমতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।আমতলী একে স্কুল চৌরাস্তা সলাগ্ন সড়কের দু-পাশে সরকারি জায়গা দখল কারীদেও বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার বিকালে (২৪ এপ্রিল )একে স্কুল চৌরাস্তা সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন। এসময় তার সাথে ছিলেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান,উপজেলা সহকারী কমিশনার ভুমি তারেক হাসান, আমতলী পৌরসভার কাউন্সিলর মো. মুছা মোল্লা, হোসেন সিদ্দিকি রেজওয়ান প্রমুখ। আমতলী উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সরকারি জমি দখল করে রাখায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।