বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর মাত্র ৪ দিন বাকী । জমজমাট নির্বাচনের প্রচারনা উঠান বৈঠকে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্ধিতা করছেন। জানাগেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ এপ্রিল। নির্বাচনের বাকী আর মাত্র ৪ দিন। চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্ধিতা করলেও প্রচারনায় আছেন , মো. মোতাহার উদ্দিন মৃধা, জাহিদুল ইসলাম মিঠু মৃধা, আবুল বাশার নয়ন মৃধা । অপর পাঁচজন প্রার্থী কাঞ্চন আলী মৃধা, জসিম হাওলাদার, শাহজাহার কবির, মুলকুস আক্তার, নিয়াজ মোর্শ্বেদ ইমন মৃধার কোন পোষ্টার ব্যানার ও প্রচারনা নেই। চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্ধিতা করলেও মো.মোতাহার উদ্দিন মৃধা, জাহিদুল ইসলাম মিঠু মৃধার মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ০৯ টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ২৩৩৬৪জন পুরুষ ভোটার ১১৬৭৬জন মহিলা ভোটার ১১৬৮৮ জন ।
আমতলী সদর ইউনিয়নের ভোটার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. কবির মিয়া বলেন চেয়ার্যান প্রার্থী মো. মোতাহার উদ্দিন মৃধা (ঘাড়া) ব্যক্তি জীবনে তিনি সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তার মাঝে কোনো অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয়। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদআপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ এ নির্বাচনে তারই জয়লাভের সম্ভাবনা বেশি । নাচনা পাড়ার ভোটার মো. বেলাল মিয়া বলে চেয়ারম্যান প্রার্থী মো. মোতাহার উদ্দিন মৃধা (ঘাড়া) গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন। ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বসিয়ে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন। ইউনিয়নবাসীর জন্য দিন রাত নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করছেন নির্বাছনে মোতাহার মৃধাই বিজযী হবেন। বান্দ্রা গ্রামের ভোটার বাবুল মিয়া বলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম মিঠু মৃধা (মোটর সাইকেল) চারটি ওয়ার্ডে একা প্রার্থী হওয়ায় আঞ্চলিক টানে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন। আবুল বাশার নয়ন মৃধা (অটোরিক্স্রা) প্রতিদ্বন্ধি প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার সমর্থক হীরণ গাজী হত্যা মামলায় জেল হাজতে রয়েছেন। তবে তার স্বজনরা প্রচারন প্রচারনা চালাচ্ছেন। এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম মিঠু মৃধা বলেন, জনগন আমার পক্ষে আমি জয়ী হবো। হেভিয়েট চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা বলেন, গত ১৩ বছর জনগনের পাশে থেকে সেবা দিয়েছি। আশা করি জনগন আমার সেবার মুল্য দিবে। আমি বিজয়ী হবো। আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, সুষ্ঠু নির্বাচন করতেই সকল পদক্ষেপ নেয়া হয়েছে। যে প্রার্থী ও তার সমর্থক নির্বাচনী পরিবেশ বিঘিœত করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।