‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্বাগত ১৪৩১। প্রভাতী অনুষ্ঠানের গান, নৃত্য ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বরগুনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলা নববর্ষের আয়োজন।
রবিবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা মাঠে গিয়ে শেষ হয়।
এর আগে সকালে বৈশাখী মেলা উদযাপন কমিটি ও জেলা প্রশাসনের আয়োজনে শিমুলতলা চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফারজানা সুমী।
এ সময় বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, পুলিশ সুপার আবদুস সালাম, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।