জিএম দেলোয়ারের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন

 

বাংলাদেশ আওয়ামী লীগ আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি, সাবেক এবং উপজেলা চেয়ারম্যান

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব জিএম দেলোয়ার হোসেন এর চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল ৯ এপ্রিল। এ উপলক্ষে আমতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও অসহায় দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল তিনটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী পৌর মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমতলী উপজেলা শাখার সভাপতি মো. মতিয়ার রহমান।

এসময় এক বক্তব্যে মতিয়ার রহমান বলেন, মরহুম জিএম দেলোয়ার হোসেন আমাদের অবিভাবক ছিলেন। আজ তার মৃত্যু বার্ষিকীতে ইফতার, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। আমরা মরহুমের জন্য সকলের কাছে দোয়া চাই।

এসময় আরোও উপস্থিত ছিলেন জিএম দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Recommended For You