নাম মো: ফারদিনুজ্জামান মাহীন, জন্মগ্রহণ করেন ইতালির রোম শহরে। স্কুল জীবনও কাটিয়েছেন রোমের দি দোনাতো স্কুলে। জন্ম এবং স্কুল জীবন রোমে কাটালেও বাবা মা বাংলাদেশী হওয়ায় মনে প্রানে তিনিও বাংলাদেশী। তাঁর দাদার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানায়। বাবা ফুটবল প্রেমী হওয়ায় ছোট বেলা থেকেই ছেলের পায়ে তুলে দেয় ফুটবল। সেই থেকে মাহীনের ফুটবলের যাত্রা। তারপর ইতালির রোম শহরের A.S.D FORTITUD ক্লাবে ভর্তি হয়ে প্রায় ৪ বছর অনুশীলন করেন। তারপর বাবার পেশা পরিবর্তন হওয়ায় পাড়ি জমান ইংল্যান্ডের লন্ডন শহরে। সেখানে গিয়েও থেমে থাকে নি তার অনুশীলন। ভর্তি হন কোচ শিপন মিয়ার হাত ধরে Soul FC London UK ক্লাবে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মাহীনকে। তাঁর প্রচেষ্টা,আগ্রহ আর খেলার ধরন দেখে কোচ শিপন মিয়া সহ ক্লাবে সবাই অবাক হন। মাহীনও কোচ এবং সবার অনুপ্রেরণা পেয়ে নিজেকে আরো বেশি পরিশ্রমী করে তোলে তার অনুশীলনের মাধ্যমে। রাইট উইংয়ের এই পারদর্শী মাহীন ক্লাবের হয়ে একের পর এক খেলায় অংশগ্রহণ করতে ওয়েলস, নিউইয়র্ক, ডেনমার্ক সহ আরো অন্যান্য দেশে। ইতিমধ্যে তিনি হয়ে Soul FC London UK খেলতে আসেন বাংলাদেশে। বাংলাদেশ এসে তিনি সিলেট আবু মাল স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন একাদশ, বসুন্ধরা একাদশ সহ আরো কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করেন। তাঁর স্বপ্ন একদিন বাংলাদেশর হয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলবে।