অশালীন বক্তব্য দেয়ায় নান্নুকে শোকজ

আল্লায় যদি জিতায় আর কামিয়াবি করে যারা এখন প্রতিদ্বন্দি প্রার্থীদের প্রশংসা করতেছে ‘আখের মেশিনের মত নিংড়িয়ে রস বের করে টাকা আদায় করা হবে’ বলে মন্তব্য করায় আমতলী পৌরসভা  প্রার্থী নাজমুল আহসান নান্নুকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল হাই আল হাদী।
আজ সোমবার ১৯ ফেব্রুয়ারী তিনি আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের অভিযোগের ভিত্তিতে তিনি এই শোকজ চেয়ে নোটিশ প্রদান করেন। একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা আমতলী পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরাজ কুমার বিশ্বাসের ওপর হামলার ঘটনা জানতে চেয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন তপুকেও চিঠি প্রদান করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা চিঠিতে উল্লেখ করা হয়েছে গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৫ নং ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকের নিয়ে নির্বাচনি প্রস্ততি সভায় প্রতিদ্বন্দী মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু বলেন, ‘আমি নির্বাচিত হলে যেসকল ভোটারগণ আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিবাদ ও আমার পক্ষে কাজ করবেন তাহাদের ট্রেড লাইসেন্স, বাড়ির প্লান, ওয়ারিশ সার্টিফিকেট সহ সকল কাজ চোখের পলকে করে দিব, আর যারা ঐসকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করবেন তাহাদেরকে আখের মেশিনে যেভাবে রস বের করে সেইভাবে নিংড়িয়ে নিংড়িয়ে টাকা আদায় করা হবে।’
সাধারন ভোটারদের মধ্যে আতংক ভীতিকর পরিবেশ তৈরী করতে মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর বক্তব্য পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর ৫ ও ১৮ ধারা লংঘন করায় বর্ণিত শোকজের জবাব আগামী দুই দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিতে শোকজে উল্লেখ করা হয়েছে।

Recommended For You