বরগুনায় সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফারজানা সুমিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সভাপতি সাগর কর্মকার। বৃহস্পতিবার দিবাগত রাতে নবনির্বাচিত সংসদ সদস্য ফারজানা সুমি বরগুনা পদার্পণ করলে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ এবং আতিকুর রহমান দিপুসহ পৌর, উপজেলা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফারজানা সুমি বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেনের মেয়ে।