দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। তিনি রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে স্বতন্ত্র সংসদ সদস্যরা গণভবনে যান। দ্বাদশ জাতীয় সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ৫৯ জন গণভবনে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, এবং সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদের প্র্যাকটিস ভালো করে জানতে হবে। আমাদের সংসদ ওয়েস্ট মিনস্টার টাইপ পার্লামেন্ট। প্রধানমন্ত্রী স্বতন্ত্র সংসদ সদস্যদের তাদের নির্বাচনি এলাকায় ভূমিহীন গৃহহীনদের তালিকা তৈরির পরামর্শ দেন। প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য ঘর তৈরি করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ সেসব প্রকল্পই গ্রহণ করা হয়।