বরগুনার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আদনান অনিক। এসময় যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আদনান অনিক জানান, বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সবসময় নিজেকে মানবিক কাজে নিয়োজিত রাখার চেষ্টা করি। এবছর শীতে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট বাড়বে। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে শীতের শুরু থেকেই বরগুনার মানবিক জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীরের পরামর্শে প্রথম ধাপে কয়েক শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। পরবর্তীতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।