কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন

পটুয়াখালীর কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) রাত ৮ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।অনুষ্ঠানে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ. আর মুক্তা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, পৌর ব্যবসায়ী সমবায় সমিতি’র সভাপতি মো. নাজমুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক রেহান উদ্দিন রেহান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি’র আহ্বায়ক এস. কে রঞ্জন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক মো. ইমন আল আহসান। এসময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি’র সদস্য সচিব রাসেল মোল্লা। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ অতিথিদের উত্তরিও পরিধান করানো হয়।

Recommended For You

Leave a Reply