পটুয়াখালীর কলাপাড়ায় মন্ত্রীকাপ ১ম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান। শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের পুরাতন হাসপাতাল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও টূর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন প্রমূখ।
এর আগে প্রতিমন্ত্রী অনুষ্ঠান স্থলে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন টূর্নামেন্ট আয়োজক কমিটি। এসময় প্রতিমন্ত্রীর গত ৫ বছরের উন্নয়ন কার্যক্রম, শিক্ষা জীবন, পারিবারিক জীবন নিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রমান্য চিত্র প্রদর্শনী করে এসএসসি রয়েল ব্যাচ ২০০০। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
আয়োজক কমিটি সূত্র জানায়, মন্ত্রীকাপ ১ম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রিপোর্টার্স ক্লাব বনাম টুটুল জুটি প্রতিদ্বন্দ্বিতা করে।