বৈরী আবহাওয়া বৃষ্টি ও কনকনে ঠান্ডার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবা ও গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম ইব্রাহিম। সে পাথরঘাটা সদর ইউনিয়নের বড়ইতলা গ্রামের মোস্তফা কামালের ছেলে।
আজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারী রাত নয়টা বিশ মিনিটের সময় বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলমের নেতৃত্বে এই মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মারুফ রহমান সহযোগীতা করেন।
এব্যাপারে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম দৈনিক মানবকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়ইতলা গ্রামের মাদক কারবারি ইব্রাহিমকে ৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। ইব্রাহিমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।