বরগুনার ক্রোক থেকে ইয়াবাসহ আটক ১

বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক হয়েছে। ১৬ জানুয়ারি রাত পৌনে এগারোটার সময় উপ শহর ক্রোক এলাকা থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে আটক করে।

আটককৃত মাদক কারবারির নাম আমান পঞ্চায়েত। সে বরগুনা সদর ইউনিয়নের ৮ নং ক্রোক এলাকার আঃ মন্নানের ছেলে।

এ ব্যাপারে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম দৈনিক মানবকালকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে রাত দশটা পনের মিনিটের সময় তিনি ও এস আই বশির আহমেদ, এএসআই রুবেল হাওলাদার সঙ্গীয় ফোর্স সহ বরগুনা সদর থানা দিন ৮ নং ইউপির অন্তর্গত ৮ নং ওয়ার্ডস্থ কোরক এলাকা থেকে মোঃ আমান পঞ্চায়েত (২৫) পিতা আব্দুল মান্নান, সাং কোরক, বরগুনা সদর ইউপি থানা ও জেলা বরগুনাকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

আসামীর বিরুদ্ধে মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে উক্ত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

Recommended For You

Leave a Reply