দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর- আমতলী ও তালতলী) আসন থেকে নির্বাচিত সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার টুকুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে তালতলী উপজেলা পরিষদ চত্বরে এ গণসংবর্ধনা দেওয়া হয়। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন গোলাম সারোয়ার টুকু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন কাসেম, আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক নুরে আলম সুমন, বড়বগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনসুর আলী জোমাদ্দার, তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক রাহাত মিনহাজ প্রমুখ।