বরগুনার বামনায় মিজান পরিবহনের সাথে মটরসাইকেল সংর্ঘসে সুব্রত হাওলাদার (৩৫) নামে এক প্রভাষক নিহত। আজ মঙ্গলবার দুপুর ২ -টার দিকে উপজেলার, বামনা পাথরঘাটা মহা সড়কে চালিতাবুনিয়া জরিনা বাজার নামক এস্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সুব্রত হাওলাদার বামনা ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাসক ছিলেন। কলেজ শেষে নিজস্ব মটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।সে পার্শ পর্তি উপজেলা মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের হারজি গ্রামের সুরেস হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, প্রভাষক সুব্রত হালাদার মটর সাইকেল যোগে চালিতাবুনিয়া মহা সড়কে পৌছালে, বিপরীত থেকে ছেড়ে আসা মিজান পরিবহন ধাক্কা দিলে , প্রভাসক সুব্রত গুরুতরহ আহত হলে তাৎক্ষণিক বামনা উপজেলা ঞস্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কতর্বরত চিকিৎসক মৃত্য ঘোষনা করে।