বরগুনা জেলার আমতলীতে দিনমজুর লিটন প্যাদা বাড়িতে মাটির নিচ দিয়ে বিশেষ কায়দায় সিঁদ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জানুয়ারি) গভীর রাতে আনুমানিক ১টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বেতমোর গ্রামের মৃতঃ আকবর প্যাদার ছেলে লিটন প্যাদার ঘরে চোরেরা সিঁদ কেটে এনজিও থেকে ঋণ নেয়া নগদ ২৯০০০ টাকা, একটি দাঁ ও শুপারী চুরি করে নিয়ে যায়। গৃহের মালিক লিটন প্যাদা জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে যাই। মধ্য রাতে ঘরের সিধ কেটে ঘরে থাকা একটা দাঁ ও ২৯,০০০ টাকা নিয়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।