বরগুনা সার্কিট হাউজ মাঠে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন

বরগুনা সার্কিট হাউজ সংলগ্ন ঈদগাহ ময়দান ও পাশ্ববর্তী মাঠ বেষ্টন করে প্রায় ১৩০০ ফিট দীর্ঘ ও ৫ ফিট প্রশস্ত মনোরম ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু ক‌রে‌ছে জেলা প্রশাসক। প্রকল্প কাজের উদ্বোধন ক‌রেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ রফিকুল ইসলাম।

এ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চন্দন করসহ কাউন্সিলর, প্রকৌশলী ও কর্মকর্তারা উপ‌স্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, ‘সার্কিট হাউজ সংলগ্ন ঈদগাহ ময়দান ঘিরে সাধারণ মানুষের বিনোদনের ব‌্যবস্থা করা হচ্ছে। কাজ শেষ হলে সাধারণ মানুষে এখানে হাটঁতে পারবে, সাইকেলিং কর‌তে পারবে, ঘুরতে আসতে পারবে।’

May be an image of 7 people and grass
প্রকল্প কাজের উদ্বোধন ক‌রেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ রফিকুল ইসলাম

Recommended For You

Leave a Reply