ডান্ডাবেড়ি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন এক ছাত্রদল নেতা। জানাজার সময় হাতকড়া খুলে দেওয়া হলেও খোলা হয়নি পায়ের ডান্ডাবেড়ি। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এমন ঘটনা ঘটে।

ওই ছাত্রদল নেতার নাম মো. নাজমুল মৃধা। তিনি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে নাজমুল মৃধার বাবা দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মোতালেব হোসেন মৃধা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোখলেচ বলেন, ‘গত ২০ ডিসেম্বর উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে পুলিশ নাজমুল মৃধাকে আটক করে। পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায়। বাবার জানাজায় অংশ নিতে শনিবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে তাকে প্যারোলে মুক্তি দেন আদালত। জানাজার সময় হাতকড়া খুলে দিলেও পায়ের ডান্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ।’

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘পাঁচ ঘণ্টার জন্য শর্ত সাপেক্ষে ছাত্রদল নেতাকে জামিন দিয়েছেন আদালত। নিরাপত্তার স্বার্থে তার পায়ের ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়নি।’

Recommended For You

Leave a Reply