সবশেষ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ ব্যবধানে হারে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের সামনে এবার ফাইনাল হারের ওই প্রতিশোধ নেওয়ার সেরা সুযোগ। সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচের আগে দলের ফুটবলারদের বাড়তি অনুপ্রেরণা যোগাতে বড় অঙ্কের অর্থ বোনাসের ঘোষণা দেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি জানান, শিরোপা জিততে পারলে ৪০ লাখ ইউরো বোনাস পাবেন ফুটবলাররা। বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ পত্রিকা স্পোর্তে।
সুপার কাপে অংশগ্রহণের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ পাবে রিয়াল মাদ্রিদ। সেই অর্থের অর্ধেক বোনাস হিসেবে দেওয়ার ঘোষণা দেন রিয়াল সভাপতি। মূলত স্প্যানিশ সুপার কাপ পুনরূদ্ধারে দলকে উজ্জীবিত করতে এই ঘোষণা এসেছে পেরেজের কাছ থেকে।