কাউন্সিলর নিজেই ইজিবাইক চালিয়ে ৫ শতাধিক ভোটারকে ভোট কেন্দ্রে এনেছেন

বরগুনার পাথরঘাটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর পাথরঘাটা কলেজ কেন্দ্রে ভোটারদের আনছেন পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরুর আগে থেকেই যানবাহন বন্ধ থাকায় ভোটারদের সুবিধার্থে কাউন্সিলর নিজেই চালিয়ে বিকল্প বাহন ব্যবহার করেন। ভোটের দিন ভোটারের সুবিধার্থে বিকল্প বাহন ব্যবহার করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার ভোটারসহ সাধারণ জনগণ। পাথরঘাটা কলেজ কেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। সকাল ৮ টার আগেই দীর্ঘ লাইন দেখা গেছে। ভ্যানে থাকা ৮৫ বছরের বৃদ্ধ নিতাই চন্দ্র শীল বলেন, আমি দীর্ঘদিন ধরে প্যারালাইষ্ট আক্রান্ত। অন্যের সাহায্যে হাঁটাচলা করতে হয়। আমাকে এই ভ্যানে করে ভোট কেন্দ্রে না নিয়ে আসলে ভোট দিতে পারতাম না। অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ বলেন, আমার বয়স শেষ, দীর্ঘদিন ধরে অসুস্থ। একা হাঁটতে পারছি না। এ বছর ভোট দিতে পারবো কিনা ভাবতেই পারিনি। আজ কাউন্সিলর নিজেই বাড়িতে গিয়ে‌ আমাকে কেন্দ্রে আসে। মৃত্যুর আগে ভোট দিতে পেরেছি। অপর ভোটার ব্যরিষ্টার হাছছানা সবুর তিয়াশা বলেন, আমি আবেগাপ্লুত এমন উদ্যোগকে। নির্বাচনের দিন যানবাহন বন্ধ সেখানে বিকল্প ব্যবস্থা ভ্যানে করে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা ভোটারদের জন্য সুবিধা হয়েছে। আমি মনে ভালো উদ্যোগ। একদিকে বরগুনা-২ আসনের পাথরঘাটা উপজেলায় সকাল থেকেই অধিকাংশ ভোটার কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিলো। কোন জায়গায় সহিংসতার খবর পাওয়া যায়নি। রফিকুল ইসলাম কাকন বলেন, আমার ওয়ার্ডের অধিকাংশ ভোটার বৃদ্ধ। তাই আমি নিজে ইজিবাইক চালিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে এসেছি এবং নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছি। ৫০০ এর বেশি ভোটার নিয়ে আসতে সক্ষম হয়েছি।

Recommended For You

Leave a Reply