বিশিষ্ট জরি ব্যবসায়ী হাজি মোহাম্মদ আরমান কে পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদের পাশে থাকা কালাচাঁন মার্কেটের সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। ২৫/১২/২০২৩ ইং তারিখে বাংলাদেশ জরি সমিতির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইব্রাহিম ও যুগ্নসাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ওমর জাহেদ আনুষ্ঠানিক ভাবে তাকে কালাচাঁন মার্কেটের সভাপতি হিসেবে ঘোষণাদেন। নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ আরমান বলেন। আমাকের কালাচাঁন মার্কেটের সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ জরি সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইব্রাহিম ও যুগ্নসাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ওমর এবং কালাচাঁন মার্কেটের সকল ব্যবসায়ীগণদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।