আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-২ (বামনা -পাথরঘাটা -বেতাগী) ১১০ সংসদীয় আসনে, তৃণমূল বিএন পির সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব মোঃ কামরুজ্জামান লিটন। তিনি সোনালী আশঁ প্রতিক নিয়ে আসন টিতে লড়াই করছেন,তবে ভোটারদের মাঝে তাকে নিয়ে চলছে উৎসহ উদ্দীপনা।
মোঃ কামরুজ্জামান লিটন বলেন, আমি বামনা-পাথরঘাটা-বেতাগীতে ভোটার দের ধারে ধারে গিয়েছি তারা এভার আমাকে ভোট দেয়ার প্রতিস্যুতি দিয়েছেন। আমার প্রচার প্রচারনা চলতেছে, আগামী ৭|১|২০২৪ইং তারিখ ভোটার দের কেন্দ্রে আসতে বলেন। তবে বর্তমান পরিস্তিতি ভালো আছে,আমি আমার প্রচার প্রচারনা সহ ক্রমিক দের দিয়ে মাঠে কাজ করতেছি ইনশাআল্লাহ এভাবে চলতে থাকলে আগামী-৭|১|২০২৪ইং তারিখ আমি আমার ভোটারদের নিয়ে জয়লাভ করবো। বর্তমানে ভোটের মাঠে(নৌকা প্রতিকের সাথে -আমার সোনালী আশঁ) প্রতীক হাড্ডা হাড্ডি লড়াইয়ে আমি ১০০% আসাবাদী,আমার সোনালী আঁশ প্রতিকে ভোট দিবে।