সন্ত্রাসী ও উস্কনি বক্তব্য দেয়ায় বরগুনায় সতন্ত্র প্রার্থী টুকুকে কারণ দর্শানোর নোটিশ

বরগুনা ১ আসনে সতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর মঞ্চে ভোট কাটতে আসলে দাও দিয়ে হাতের কবজি কেটে ফেলার ও ধর্মীয় উস্কানি ছড়ানো বক্তব্য দেয়ায় টুকু সহ তিনজন কে নির্বাচন অনুসন্ধান কমিটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে অনুসন্ধান কমিটির নিকট। বরগুনা ১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম দায়রা জজ আহমেদ সাঈদ গতকাল ২৬ ডিসেম্বর নির্বাচন আচরণ বিধি ২০০৮ লংঘিত হওয়ার কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। সতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী গোলাম সরোয়ার টুকু, এডভোকেট হুমায়ুন কবির ও দুলাল ফরাজি এই তিন জনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

বরগুনা ১০৯ নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম দায়রা জজ আহমেদ সাঈদ কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করেন, গত ২৩ ডিসেম্বর তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া বাজার সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা করে নির্বাচনী আচরণ বিধি ২০০৮ ভংগ করার দায়ে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ও নৌকা প্রতীকের নির্বাচন প্রধান সমন্বয়কারী এডভোকেট মজিবুল হক কিসলু দুটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে ১ নং অভিযুক্ত এডভোকেট হুমায়ুন কবির তার বক্তব্যে বলেছেন ৭ জানুয়ারি ভোটের দিন ২০ থেকে ৩০ জন মহিলাকে ব্যাগে দাও ও মরিচের গুঁড়ো দিয়ে ভোট কেন্দ্রে পাঠানো হবে। কেউ যদি ভোট কাটতে আসে তাহলে হাতের কবজি কেটে নেয়া হবে। অভিযোগে ২নং অভিযুক্ত ব্যক্তি দুলাল ফরাজি ধর্মীয় উস্কানি ছড়িয়ে বক্তব্য প্রদান করে বলেছেন, আমরা মুসলমান কি আর বলবেন, বুঝে শুনে ভোট দিবেন। অভিযোগে ৩ নং অভিযুক্ত ঈগল প্রতীকের প্রার্থী তার উপস্থিতে জনমনে আতংক ছড়ানো এবং মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করার সময় তাদেরক নিবৃত করেননি। নির্বাচন অনুসন্ধান কমিটি এমতাবস্থায় নির্বাচন আচরণ বিধি ২০০৮ লংঘন করায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করে আগামী তিন দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।

Recommended For You

Leave a Reply