বরগুনার পাথরঘাটার বিএফডিসি মার্কেটে ১৮ কেজি ওজনের একটি তাইরা মাছ বিক্রি হয়েছে। সামুদ্রিক মাছটির নাম তাইরা হলেও কেউ এটি লাক্ষা মাছ বা তাইল্যা মাছ বলে। ইংরেজিতে মাছটিকে স্যালমন বলে। সুস্বাদু হওয়ায় এবং প্রচুর আয়োডিন সম্পন্ন মাছটির দাম বেশী থাকে।
আজ সকালে পাথরঘাটার বিএফডিসি মার্কেটে খোলা ডাকে এক লক্ষ আট হাজার টাকা মণ দরে বিক্রি হয়। মার্কেটর আড়ৎদার আঃ ছালাম মিয়া ডাক তুললে সর্বোচ্চ ডাকে পাইকার হানিফ আটচল্লিশ হাজার ছয়শত টাকায় কিনে নেয়।
পাথরঘাটা বিএফডিসি মার্কেট অন্য পাইকার সাইফুল ইসলাম বলেন, বড় তাইরা মাছ খুবই কম পাওয়া যায়। মাছটি আড়ৎদারি খরচ সহ পঞ্চাশ হাজারের বেশি পড়বে। তাইরা মাছের ঢাকার বড় বড় হোটেল ও এয়ারপোর্টে চাহিদা রয়েছে। পাইকার হানিফ মাছটি ঢাকায় বিক্রি করার জন্য প্যাকেটজাত করতেছে।