বামনায় গাজাসহ গ্রেফতার ১

বামনা উপজেলার দক্ষিন ডৌয়াতলা থেকে ( ১) কেজি গাজা সহ মোঃ রিফাত জমাদ্দার(১৯) গ্রেফতার করেন বামনা থানা পুলিশ।

বামনা থানার অফিসার ইনচার্জ জনাব তুষার কুমার মন্ডল বলেন,গত ২৫|১২|২০২৩ইং তারিখ আমার নেতৃত্বে এসআই (নিঃ)দেবাশীষ হাওলাদার সংগীয় অফিসার ফোর্স সহ বামনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে( ১) গাজা সহ মোঃরিফাত জোমাদ্দার(১৯) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি।

Recommended For You

Leave a Reply