বামনা উপজেলার দক্ষিন ডৌয়াতলা থেকে ( ১) কেজি গাজা সহ মোঃ রিফাত জমাদ্দার(১৯) গ্রেফতার করেন বামনা থানা পুলিশ।
বামনা থানার অফিসার ইনচার্জ জনাব তুষার কুমার মন্ডল বলেন,গত ২৫|১২|২০২৩ইং তারিখ আমার নেতৃত্বে এসআই (নিঃ)দেবাশীষ হাওলাদার সংগীয় অফিসার ফোর্স সহ বামনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে( ১) গাজা সহ মোঃরিফাত জোমাদ্দার(১৯) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি।