পূর্ব অনিয়ম সংঘটনের জন্য বরগুনা ১ আসনের নৌকা প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু কে নির্বাচন কমিশনে হাজির হতে অনুরোধ করে চিঠি প্রদান করেছে। গতকাল ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশনের আইন বিভাগের উপ সচিব আঃ ছালাম আগামী ২৭ ডিসেম্বর বিকেল চারটায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে অনুরোধ জানিয়ে এই চিঠি প্রদান করেন।
নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে বরগুনা ১ আসনের নৌকা মার্কার প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু এব্যাপারে দৈনিক মানবকাল কে বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত তিনি কোন চিঠি পাননি। চিঠি পেলে নির্বাচন কমিশনে চিঠির আলোকে তাদের জানতে চাওয়া বিষয় জবাব দেয়া হবে। তিনি আরো বলেন নির্বাচন আচরণ বিধি মেনেই নির্বাচন পরিচালিনা করে যাচ্ছেন এবং করে আসছেন।
নির্বাচন কমিশন থেকে চিঠিতে উল্লেখ করা হয়েছে গত ২৮ নভেম্বর, ৭ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর বরগুনা ১ আসনের নির্বাচনী বিভিন্ন এলাকায় সড়কে জন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত এবং অনুমোদিত সময়ের পূর্বে জনসভা, বর্ধিত সভা, পথসভা মিছিল সমাবেশ ও মটর শোভাযাত্রা করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ২০০৮ এর ৬ এর (খ) ও (ঘ), ৮ এর (ক) এবং ১২ এর বিধান লঙ্ঘন করে। উক্ত বিধি মালার বিধি ১৭ এবং The Representation of the people order 1972 এর Article 91B(2) এর বিধান অনুযায়ী ” নির্বাচন পূর্ব অনিয়ম সংঘটিত করায় নির্বাচন অনুসন্ধান কমিটি পৃথক চারটি অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিল করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।