বরগুনা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম মিরাজ, মইনুল আবেদীন খান সুমন এবং চিত্তরঞ্জন শীল স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে এ কমিটি ঘোষণা করা হয়। এতে গোলাম মোস্তফা কাদের সভাপতি, হাফিজুর রহমান সিনিয়র সহ সভাপতি, আ.স.ম হাফিজ আল আসাদ সহ সভাপতি ০১, ফেরদৌস খান ইমন সহ সভাপতি ২, জাফর হোসেন সাধারণ সম্পাদক , মালেক মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক, রিয়াজ আহমেদ মুছা সহ সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর কবীর মৃধা অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক মানবকালের সম্পাদক ও প্রকাশক মো: মিরন আহমেদ, নির্বাহী সম্পাদক এড. সুনাম দেবনাথ, ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং বার্তা সম্পাদক খান নাঈম।