‘আমরা মুসলমান, ভোট দেখে শুনে দিবেন, সবাইকে মরতে হবে” এমন উস্কানীমুলক বক্তব্য দিয়ে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের বিতর্কিত সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজি। এব্যাপারে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা দৈনিক মানবকালকে বলেন, ধর্মীয় উস্কানি মূলক কোন বক্তব্য দেয়া যাবেনা। কেউ যদি এমন বক্তব্য প্রদান করে নির্বাচনী আচরণ বিধি লংঘন করেছেন। এব্যপারে কেউ অভিযোগ করলে যথাযথ ব্যবস্হা নিব।
এর আগে ২০২২ সালে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে সমালোচনা করে বিতর্কের সৃষ্টি করেছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজি। প্রধানমন্ত্রীকে সমলোচনা করার দায়ে তার বিরুদ্ধে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা চলমান রয়েছে। গত শুক্রবার (২২ ডিসেম্বর) তালতলী উপজেলার লাউপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর ঈগল প্রতীকের পথসভায় ধর্মীয় উস্কানীমূলক বক্তব্য দেন। দৈনিক মানবকালের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় স্পষ্ট ভাবে হিন্দু মুসলিম ভেদাভেদ আখ্যায়িত করেছেন। দুলাল ফরাজি তার বক্তব্যে নৌকার কর্মীদের ভয়ভীতি দেখানোসহ হুমকিও প্রদান করেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করেন, দুলাল ফরাজি হিন্দু মুসলিম সহিংসতা সৃষ্টির পায়তারা করছেন। বরগুনা ১ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হিন্দু হিসেবে আখ্যায়িত করে নৌকায় ভোট প্রদান থেকে বিরত থাকার কথা বলেন দুলাল ফরাজি। এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজির নিকট একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।