বরগুনা-১ (আমতলী- তালতলী-বরগুনা সদর,) আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে রাতদিন অব্যাহতভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন আমতলী পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মতিয়ার রহমান , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযেদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জিএম ওসমানী হাসান , পৌর যুবলীগের সাবেক সভাপতি তরুন আইনজীবি অ্যাডভোকেট আরিফ উল হাসান আরিফ , প্রতিদিন উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দলীয় নেতাকর্মীদের নিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারনা পথসভা।
পথসভা প্রচারনায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ সরকারই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, এবার সরকারের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া।তাই সকলকে দেশ এবং আমতলী,তালতলী ও বরগুনার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরাবরের মতো নৌকায় ভোট দিয়ে উন্নয়নে আপনাদের পাশে থাকার সুযোগ দেওয়ার আহবান জানান।