তালতলীতে ওমান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

বরগুনার তালতলীতে ওমান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৪ ডিসেম্বর ) ভোররাত ৪ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামে ওমান প্রবাসী সরোয়ার হোসেন সাব্বিরের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

প্রবাসী সরোয়ারের স্ত্রী লাকি আক্তার বলেন, প্রতি দিনের ন্যায় রাতে ঘুমিয়ে যাই। পরে সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের টিন কাটা এবং জিনিসপত্র এলোমেলো। তখন বুঝতে পারি চুরি হয়েছে। পরে ঘরে খোঁজ করে দেখতে পাই নগদ ২২ হাজার টাকা ও স্বর্ণের তৈরি কানের ঝুমকা, হাতের চুড়ি, গলার চেইন চুরি হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, এই বিষয়ে ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেন । তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

Recommended For You

Leave a Reply