‘আমরা মুসলমান, ভোট দেখে শুনে দিবেন, সবাইকে মরতে হবে” এমন উস্কানীমুলক বক্তব্য দিয়েছেন নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল ফরাজি। শুক্রবার (২২ ডিসেম্বর) তালতলী উপজেলার লাউপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর ঈগল প্রতীকের পথসভায় এই উস্কানীমূলক বক্তব্য দেন। দৈনিক মানবকালের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় স্পষ্ট ভাবে হিন্দু মুসলিম ভেদাভেদ আখ্যায়িত করেছেন। এছাড়াও দুলাল ফরাজি তার বক্তব্যে নৌকার কর্মীদের ভয়ভীতি দেখানোসহ হুমকিও প্রদান করেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করেন, দুলাল ফরাজি হুন্দু মুসলিম সহিংসতা সৃষ্টির পায়তারা করছেন। বরগুনা ১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রাথী এড ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হিন্দু হিসেবে আখ্যায়িত করে নৌকায় ভোট প্রদান থেকে বিরত থাকার কথা বলেছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন তালতলীর সাধারন মানুষ।
এ বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান দুলাল ফরাজিকে মুঠফোনে বার বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
পাঠকদের জন্য সম্পুর্ণ ভিডিও দেয়া হলো