বিভীষিকাময় অভিযান ১০ ট্রাজেডির দুই বছর পূর্ন হল আজ। গত ২০২১ সালের ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের শিকার হয় যাত্রীবাহী লঞ্চ অভিযান ১০। এতে প্রায় অর্ধ শতাধিক যাত্রী দগ্ধ হয়ে প্রাণ হারায়। যাদের অধিকাংশই বরগুনার বাসিন্দা।
অভিযান ১০ লঞ্চে নিহতদের স্বরনে দোয়া ও মোমবাতি প্রজ্বলন করা হয় বরগুনায়। বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে আজ রবিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বরগুনা লঞ্চ ঘাটে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা টেলিভিশন ফোরামের সভাপতি এড.সোহেল হাফিজের সঞ্চালনায় স্বরনসভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা নদীবন্দরের কর্মকর্তা নিয়াজ খান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাফর হোসেন হাওলাদার, বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু, পর্যটন উদ্যোক্তা কমিটির সহ সভাপতি আরিফ রহমান।
খান নাঈম/মানবকাল