বরগুনা বাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

বরগুনা জেলায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে এবং আগামীতে কি কি করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করে আবারও বরগুনা বাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বিকেলে বরগুনার দু’টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রচানায় বরগুনার পাথরঘাটা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে এ অনুরোধ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বরগুনা-১ (বরগুনা সদর,আমতলী ও তালতলী) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র বিভিন্ন দাবীর প্রেক্ষিত প্রধানমন্ত্রী বলেন বরগুনা আমার নির্বাচনী এলাকা।এ জেলায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে এবং আগামীতেও বৃহৎ পরিকল্পনা রয়েছে।বরগুনায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠা,জাহাজ শিল্প স্হাপন,গ্রামীণ অবকাঠামো সহ পায়রা ও বিশখালীতে ব্রীজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। দলের মনোনয়ন প্রশ্নে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন,অনেকেই মনোনয়ন চেয়েছে কিন্তু সকলকে তো মনোনয়ন দিতে পারিনি। যারা মনোনয়ন পাননি তাদেরকে এক হয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।সেই সাথে বরগুনা,আমতলী,তালতলী, পাথরঘাটা,বেতাগী ও বামনার দলীয় সকল নেতাকর্মী ও এলাকাবাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বরগুনা জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কেএন/মানবকাল

Recommended For You

Leave a Reply