বরগুনায় বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ

বরগুনায় শীতকালিন সবজির সরবরাহ বেড়েছে। এতে সবশ্রেণির ক্রেতারা তাদের চাহিদানুযায়ী সস্তায় শীতকালীন সবজি কিনছেন। ভরমৌসুমে শীতকালীন সবজির চাষ করায় সেগুলো বাজারে এনেছেন চাষিরা। ফলে সবজিতে বাজার সয়লাব রয়েছে। ক্রেতারাও সহজেই শীতকালীন সবজি সস্তায় কিনতে পারছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে বরগুনা শহরের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এসব চিত্র। ব্যবসায়ীরা জানান, কৃষকরা নানান রকম শীতকালীন সবজির চাষ করেছেন। ফলে বাজার সবজিতে ভরে গেছে। ক্রেতারাও সহজেই তা কম দামে কিনে নিচ্ছেন।

Recommended For You

Leave a Reply