বরগুনায় প্রতিষ্ঠা হচ্ছে শহীদ লেফট্যানেন্ট শেখ জামাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এবার বরগুনার মানেুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। অবহেলিত বরগুনা জেলায় প্রতিষ্ঠা হচ্ছে শহীদ লেফট্যানেন্ট শেখ জামাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ জেলার মানুষদের বহুকাঙ্খিত একটি স্বপ্ন হচ্ছে, এ জেলায় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। এর মাধ্যমে জেলার ছেলেমেয়েরা নিজ জেলাতেই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাবে।

এ স্বপ্ন বাস্তবায়নের পথটা সুগম করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো ছেলে শহীদ শেখ জামালের নামে একটি স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট নিজ হাতে ডিও লেটার হস্তান্তর করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সংসদ অধিবেশন চলাকালীন সময়েই তিনি এ ডিও লেটারটি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন। এসময় প্রধানমন্ত্রী সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলেছেন, প্রস্তাবটি তিনি সদয়দৃষ্টিতে বিবেচনা করবেন।

উল্লেখ্য যে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের এই নামকরণটি (শহীদ লেফট্যানেন্ট শেখ জামাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু করেছেন।

Recommended For You

Leave a Reply