নরসিংদী জেলার পলাশ উপজেলায় ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় শ্রমিকলীগ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরিফুল হক, আরও উপস্থিত ছিলেন, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা ১২ও ৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ জুলহাস মিয়া, জাতীয় শ্রমিকলীগের পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার চন্দার, শাকিল মোড়ল নাসির উদ্দীন, জায়েদ আল মামুন সহ জাতীয় শ্রমিক লীগের এবং অনান্য অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।