চিকিৎসা সেবায় অনিয়ম: হাসপাতালকে জরিমানা

চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়মের দায়ে নরসিংদীর পলাশে আনু মিজান ম্যানেজড্ কেয়ার হসপিটাল সিস্টেমস্ কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা এই জরিমানা করেন। এর আগে বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন মেয়াদ উর্ত্তীণ ওষুধ ব্যবহার ও ত্রæটিপুর্ণ অপারেশন থিয়েটারসহ অনভিজ্ঞ নার্স দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছে। যা সেবা গ্রহিতাদের জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্যক্রমের আওতায় পড়ে। এ অবস্থায় প্রাথমিক ভাবে সতর্ক করতে নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো: আমিরুল হক, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন খান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Recommended For You

Leave a Reply