চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মাঝে উপহার বিতরণ করেছে বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রোববার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে জেলা সদরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র প্রাঙ্গণে এই উপহার বিতরণ করা হয়। পরীক্ষার্থীর সঙ্গে আসা অভিভাবকরা টানা তিন ঘণ্টা যাবৎ উৎকণ্ঠা নিয়ে কেন্দ্রের সামনে অপেক্ষা করেন। গরমে অনেক সময় তারা অসুস্থও হয়ে পড়েন। তাই তাদের জন্য বিস্কুট, টিস্যু ও পানির বোতলসহ একটি উপহার প্যাকেজ বিতরণ করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা বলেন, পরীক্ষা নিয়ে ছেলে-মেয়েরা যেমন টেনশনে থাকে, তাদের পরীক্ষা নিয়ে আমাদেরও টেনশনে থাকতে হয়। কেন্দ্রে তাদেরকে নিয়ে এসে গরমে অনেক কষ্ট হয়। আজ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আমাদের মাঝে বিস্কুট, টিস্যু ও পানি উপহার দিয়েছে, এটা প্রশংসনীয়। অভিভাবকদের নিয়ে ভাবায় তাদেরকে ধন্যবাদ।
এ ব্যাপারে বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষার হলে দিয়ে কেন্দ্রের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। আমরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অভিভাবকদের দুর্দশার কথা ভেবে এই কর্মসূচির আয়োজন করেছি।
বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন বলেন, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আমাদের অভিভাবকরাও আমাদের জন্য ঘণ্টার পর ঘণ্টা হলের সামনে বসে থাকত। এটা যে কতটা কষ্টের তা আমরা বুঝি। তাই অভিভাবকদের কষ্ট লাঘবে আমাদের এই প্রচেষ্টা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা, পৌর শাখা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ১৭ আগস্ট সারাদেশে শুরু হয় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। জেলার সদর উপজেলায় বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা।