বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ১০ হাজার মানুষকে খাওয়ালেন মেয়র

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করেছে বরগুনার আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান। আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে আমতলী পৌরভবন সংলগ্ন ঈদগাঁহ মাঠে এ আয়োজন করা হয়। এর আগে জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনা ১ আসনের সাংসদ ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এম কাদের মিয়া। আলোচনা ও মিলাদের পরে শুরু হয় গণভোজ। গণভোজে অংশ নেয় দুঃস্থ, দরিদ্রসহ উপজেলার প্রায় ১০ সহস্রাধিক মানুষ। এ আলোচনা সভা, দোয়া ও গনভোজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ১৭৭৫ সালে কতিপয় মীরজাফরদের কাছে স্বপরিবারে নৃশংস ভাবে শাহাদাত বরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু। তিনিসহ ১৫ আগস্টে সকল নিহতের রুহের মাগফেরাত কামনা করে আজ এ আয়োজন। মহান আল্লাহ তায়ালার কাছে শাহাদাত বরনকারী সকলের জন্য রইল দোয়া।

Recommended For You

Leave a Reply