বরগুনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ সাইমুল ইসলাম রাব্বি। এসময় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাগর কর্মকার, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (সাইফ), সহ সভাপতি কামরুল হাসান মিরাজ, সহ সভাপতি সঞ্জিব কর্মকার, সহ সভাপতি মোঃ আরিফ হোসেন রাজিব, সহ সভাপতি সবুজ সেন, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়াজ মাহমুদ অশ্রম্ন, দপ্তর সম্পাদক জহির রায়হান, প্রচার সম্পাদক স্বাধীন মজুমদার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সাজনুস শরীফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়দেব সরকার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ চক্রবতীর্সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বরগুনা জেলা প্রশাসন, বরগুনা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জাতির পিতার মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের এ দিনে মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক হত্যাকান্ড ঘটেছিল। বেদনাবিধুঁর এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের নির্মমভাবে হত্যা করে তারই হাতে গড়া সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য।