জাতীয় শোক দিবসে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদেন করেন হাজারো মানুষ। সকাল সাড়ে ৮টায় শ্রদ্ধা নিবেদন করেন বরগুনার জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম, এরপর শ্রদ্ধা নিবেদন করেন বরগুনা-১ আসনে জাতীয় সংসদ সদস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু ও পুলিশ সুপার মো: আব্দুস ছালাম। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, সেচ্ছাসেবক লীগ, বরগুনা প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেন্স থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি শোকর্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহরস্থ রাসেল স্কয়ারে এসে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।