বেতাগীতে টমটম উল্টে চালক নিহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা বেতাগী আঞ্চলিক মহা সড়কের বেতাগী বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার উত্তরে আল্লাহ -রাসুল ভাস্কর্যের উত্তর পাশে টমটম নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। এসময় টমটমের চালক হাসান হাওলাদার (১৬) গাড়ীর নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিগমা ওয়ালিম তাকে মৃত্যু ঘোষণা করেন।

হাসান হাওলাদারের বাড়ি বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেন্টু হাওলাদারের ছেলে । স্থানীয়রা বলেন, টমটম চালক হাসান নিয়ামতি বাজারের পাইকারি দোকান থেকে মালামাল ক্রয় করে বেতাগী আসতেছিলো। হাসান নিয়ন্ত্রন হারিয়ে পৌর শহরের আল্লাহ-রাসুল ভাস্কর্যের উত্তর পাশে পড়ে যায়। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,’ গাড়ীটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। কিছু দিনের মধ্যে এসব গাড়ী অভিযান চালিয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।’

Recommended For You

Leave a Reply